ঢাকা সিটি করপোরেশন মার্কেটের বেজমেন্টে পার্কিংয়ের ইজারার অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় জামিন পেলেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ তিন আসামি।
সোমবার তারা ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসর্মপন করে জামিন চাইলে শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ শামসুল ইসলাম ১০ হাজার টাকার মুচলেকায় আগামী ২৭ মে পর্যন্ত তা মঞ্জুর করেন।
গত ১৫ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে ঢাকার শাহবাগ থানায় তার বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেছিলেন।
মামলা দায়েরের পর ১৬ ফেব্রুয়ারি খোকা হাইকোর্ট থেকে দুই মাসের জামিন পান। জামিনের মেয়াদ শেষে তাকে নিম্ন আদালতে আত্মসর্মপণ করতে নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ মোতাবেক সোমবার তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসর্মপণ করেন।
আসামিপক্ষে জামিনের শুনানি করেন ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন, অ্যাডভোকেট মোহসীন মিয়াসহ প্রমুখ আইনজীবী। দুদকের পক্ষে শুনানি করেন কৌসুলি মো. কবির হোসাইন।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি বনানীর ঢাকা সিটি করপোরেশন ইউনিক মার্কেটের বেজমেন্টে পার্কিংয়ের ইজারার ৩৭ লাখ ১৯ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে খোকাসহ ৪ জনের বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় মামলাটি করে দুদক।
মামলার অন্য আসামিরা হচ্ছেন- বনানী ঢাকা সিটি করপোরেশন সুপার মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন নকিব, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও পার্কিং স্থানের ম্যানেজার এ এইচ এম তারেক।
সাদেক হোসেন খোকা মেয়র থাকাকালীন এ দুর্নীতির ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকা সিটি করপোরেশন দু’ভাগ করার পর সাদেক হোসেন খোকা মেয়রের দায়িত্ব হারান।