বসুন্ধরা শিল্পগোষ্ঠী এবার বাজারে এনেছে নোটবুক, লেখার খাতাসহ নতুন কয়েকটি প্রোডাক্ট। শিক্ষার্থীদের হাতে ক্রয় ক্ষমতার মধ্যে রেখে মানসম্মত লেখার খাতা নোটবুক তুলে দেওয়াই এর উদ্দেশ্য।
শনিবার পহেলা বৈশাখে প্রডাক্টগুলোর উদ্বোধন করা হয়।
বসুন্ধরা সিনেপ্লেক্সে সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের সিনিয়র অ্যাডভাইজর (টেকনিক্যাল) টিআইএম লতিফুল হোসেন, অ্যাডভাইজর (মিডিয়া) মোহাম্মদ আবু তৈয়ব প্রমুখ।
খাতা, নোটবুক, র্যাপিং পেপারসহ এই সব প্রয়োজনীয় উপকরণ মার্কেটে এনে বসুন্ধরা তার সেবামূলক বাণিজ্যিক উদ্যোগে নতুন মাত্রা যোগ করলো।