নববর্ষ উদযাপন ধর্মের সঙ্গে সংঘাতপূর্ণ নয় : প্রধানমন্ত্রী

নববর্ষ উদযাপন ধর্মের সঙ্গে সংঘাতপূর্ণ নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নববর্ষ উদযাপন কোনো ধর্মের সঙ্গে সংঘাতপূর্ণ নয়। এটি বাঙালির নিজস্ব সংস্কৃতি, চর্চা ও এর সঙ্গে অর্থনৈতিক যোগসূত্র রয়েছে। আবহমান কাল থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালিরা নববর্ষের বিভিন্ন অনুষ্ঠান এক সঙ্গে উদযাপন করে আসছে।

মঙ্গল শোভাযাত্রাকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে উল্লেখ করে তিনি নববর্ষের সঙ্গে ধর্মের সংঘাত তৈরি করার চেষ্টা থেকে বিরত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বৃহস্পতিবার গণভবনে এক অনুষ্ঠান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর হাতিরঝিলে মিউজিক্যাল ওয়াটার ফন্ট ও অ্যাম্পিথিয়েটার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ দুটি স্থাপনার উদ্বোধন ঘোষণা ও দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অতীতে মানুষের কাছে টাকা পয়সা খুব বেশি ছিল না। ওই সময় পণ্য বিনিময় ও ধারকর্জ করা হতো। বছরের শেষ দিন ধারকর্জ পরিশোধ করে নতুন বছরে নতুনভাবে হালখাতা খুলে ব্যবসা বাণিজ্য শুরু হতো। সম্রাট আকবরের আমলে প্রথম নববর্ষ উদযাপন শুরু হয়।

রাজধানীর আজিমপুর কলোনি, নিউমার্কেট ও পলাশীতে বৈশাখী মেলার স্মৃতিচারণ করে তিনি বলেন, নববর্ষ এলেই মাটির হাড়ি, পাতিল, পুতুলসহ বিভিন্ন পণ্যসামগ্রী তৈরি করা বাঙালি জাতির সংস্কৃতিরই অংশ।

বাংলাদেশ