আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। তৌকীর আহমেদ পরিচালতি এই ছবিটি দেশের দর্শককে মুগ্ধ করে প্রশংসিত হয়েছে বিদেশের নানা প্রান্তেও। সর্বশেষ ছবিটি প্রদর্শিত হয়েছে সুইজারল্যান্ডের জেনেভায় ১২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ফিফগ (ফেস্টিভ্যাল ইন্টারন্যাশনাল দ্য ফিল্ম অরিয়েন্টাল দ্য জেনেভা)’র শেষ দিন ৯ এপ্রিল।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবিটি এবার দেখা যাবে টেলিভিশনে। ছবির প্রযোজক ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের পরিচালক (বিক্রয় ও বিপণন) ইবনে হাসান খান নিশ্চিত করেছেন, বাংলা নতুন বছরের উপহার হিসেবে সিনেমাপ্রেমীদের জন্য চ্যানেল আই ছবিটির প্রথম টিভি ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। ছবিটি প্রচার হবে আগামীকাল ২টা ৪০ মিনিটে।
এ প্রসঙ্গে পরিচালক তৌকীর আহমেদ জাগো নিউজকে বলেন, ‘আমিও জেনেছি। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ও চ্যানেল আইকে ধন্যবাদ নতুন বছরের শুরুতে এই সিদ্ধান্তের জন্য। আমি চাই ছবিটি দেশের সব দর্শক উপভোগ করুন ও বিদেশে যাতায়াতের ব্যাপারে সচেতন থাকুন।’
পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য তৌকীর আহমেদ। ‘অজ্ঞাতনামা’য় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, শহীদুজ্জামান সেলিম, নিপুন, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াত, শাহেদ আলী প্রমুখ।