গতবছরের ধারাবাহিকতায় এবারও নববর্ষ ভাতা পেলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এবার এই ভাতা প্রাপ্তিতে যোগ হয়েছে আরেকটি মাত্রা। তা হলো, যারা পুরোপুরি অবসরে গিয়েছেন সেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও এই ভাতা পেয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গতবছর প্রথমবারের মতো চালু করা হয়েছিল বাংলা নববর্ষের উৎসব ভাতা। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের মূল বেতনের শতকরা ২০ ভাগ হিসেবে এই ভাতা পেয়ে থাকেন।
জানা গেছে, এ বছর এই খাতে ৫৮৩ কোটি টাকা দিয়েছে সরকার, যার মধ্যে চাকরিরত প্রায় ২১ লাখ কর্মকর্তা-কর্মচারী পেয়েছেন ৫৭০ কোটি টাকা। আর অবসরে চলে যাওয়া ৯৫ হাজার কর্মকর্তা-কর্মচারী পেয়েছেন ১৩ কোটি টাকা। গতবছর প্রায় ২১ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে দেয়া হয়েছিল ৫৫০ কোটি টাকা।