বৈশাখ উপলক্ষে চাহিদা বেড়েছে চাঁদপুরের নোনা ইলিশের

বৈশাখ উপলক্ষে চাহিদা বেড়েছে চাঁদপুরের নোনা ইলিশের

দুদিন পরই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। মেতে উঠবে পুরো দেশ। আর সেই বৈশাখী আনন্দে বাঙালির পান্তা-ইলিশ না হলেই নয়। তাই অনেকেই ইলিশ কিনতে রীতিমত প্রতিযোগিতায় নেমেছেন।

কিন্তু এখন জাটকা রক্ষায় ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এ অবস্থায় চাঁদপুরের নোনা ইলিশের চাহিদা বেড়েছে। শুধু চাঁদপুরেই নয়, দেশের বিভিন্ন জেলায় বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহের জামালপুর, শেরপুর জেলাসহ বিভিন্ন জেলায় যাচ্ছে নোনা ইলিশ। দামও পাচ্ছেন ক্রেতারা। এদিকে ভরা মৌসুমে হিমাগারে সংরক্ষিত ইলিশ এখন বাজারেও দেখা যাচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নোনা ইলিশ ক্রয়-বিক্রয় বেড়েছে। ৫শ থেকে ৬শ গ্রাম নোনা ইলিশের মণ ১৪ থেকে ১৫ হাজার টাকা এবং ২শ থেকে ৩শ গ্রাম নোনা ইলিশের মণ ৮ থেকে ৯ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আর টেম্পু বা জাটকা নোনা ইলিশের মণ বিক্রি হচ্ছে ৭ হাজার টাকা।

চাঁদপুর মাছঘাটের মৎস্য ব্যবসায়ী মফিজুর রহমান জাগো নিউজকে জানায়, পহেলা বৈশাখ উপলক্ষে নোনা ইলিশের চাহিদা বেড়েছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা নোনা ইলিশ পহেলা বৈশাখে বেশি খায়।

এছাড়াও শহরের বিভিন্ন বাজারে প্রচুর ফ্রিজিং করা ইলিশ বিক্রির জন্য উঠেছে। মায়ানমার থেকেও ইলিশ আসছে বলে জানান ব্যবসায়ীরা।

জেলা সংবাদ