সিরিয়া পৌঁছেছে জাতিসংঘের পর্যবেক্ষক দল

সিরিয়া পৌঁছেছে জাতিসংঘের পর্যবেক্ষক দল

সিরিয়ায় চলমান যুদ্ধবিরতি পরিস্থিতি যাচাই করতে রাজধানী দামেস্কে অবতরণ করেছেন জাতিসংঘের প্রেরিত পর্যবেক্ষণ মিশনের অগ্রবর্তীদল।

পর্যবেক্ষক দল রোববার দিনের শেষে সিরিয়া পৌঁছে বলে জানিয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের মুখপাত্রী কিয়েরান ডায়ার। সোমবার সকাল থেকে ছয় সদস্যবিশিষ্ট দলটির কাজ শুরু করার কথা।

কফি আনানের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করতে, ৩০ সদস্য বিশিষ্ট জাতিসংঘের প্রাথমিক পর্যবেক্ষক দলের অগ্রবর্তী অংশ হিসেবে এই ছয় নিরস্ত্র সামরিক পর্যবেক্ষক সিরিয়ায় পৌঁছালেন। সিরিয়ার যুদ্ধবিরতি পর্যবেক্ষণ মিশনে চূড়ান্তভাবে মোট দুইশত পর্যবেক্ষক অংশ নেবেন।

পর্যবেক্ষন মিশনে সামরিক বিশেষজ্ঞদের পাশাপাশি রাজনৈতিক ও মানবাধিকার বিশেষজ্ঞরা অংশ নেবেন বলে জানিয়েছে জাতিসংঘ। আরবলীগ-জাতিসংঘ প্রস্তাবিত ছয়দফা যুদ্ধবিরতি সঠিক ভাবে পালিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণই মূলত এই মিশনের উদ্দেশ্য।

এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও এখনও হোমসে বিরোধীদের অবস্থান লক্ষ করে সিরীয় নিরাপত্তা বাহিনী হামলা চালাচ্ছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বিরোধীরা জানিয়েছে রোববারের সহিংসতায় কমপক্ষে ৫ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

এদিকে সিরীয় সরকার জাতিসংঘের পর্যবেক্ষণ মিশনকে স্বাগত জানিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা নিউজ এজেন্সী জানিয়েছে, সিরিয়া পর্যবেক্ষকদের স্বাগত জানাচ্ছে। সরকার আশা করে পর্যবেক্ষকরা সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চালানো অপরাধের প্রমান স্বচক্ষে দেখতে পারবেন। তবে পর্যবেক্ষকদের নিরাপত্তার দায়দায়িত্ব সরকার নিতে পারবে না বলে জানানো হয়েছে।

এদিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম চীনা প্রতিনিধি ইয়াং জিয়াচির সঙ্গে কফি আনানের প্রস্তাবিত ছয় দফা শান্তি পরিকল্পনা নিয়ে রাজধানী দামেস্কে আলোচনা করেছেন।

আন্তর্জাতিক