৯ মাসে ৪৫ শতাংশ এডিপি বাস্তবায়ন

৯ মাসে ৪৫ শতাংশ এডিপি বাস্তবায়ন

চলতি অর্থবছরে ৯ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৪৫ শতাংশ। যা গত বছরের একই সময়ের চেয়ে বাস্তবায়নের হার বেড়েছে ১ শতাংশ। গত অর্থবছরে একই সময়ে ছিল ৪৪ শতাংশ। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একনেক ব্রিফিংয়ে এ তথ্য প্রকাশ করেন।

পরিকল্পনামন্ত্রী জানান, জুলাই থেকে মার্চ পর্যন্ত ব্যয় হয়েছে ৫৩ হাজার ৮৬৪ কোটি টাকা, যা গত অর্থবছরে একই সময়ে ব্যয় হয়েছিল ৪১ হাজার ৯৭৫ কোটি টাকা। গত অর্থবছরের তুলনায় ১১ হাজার কোটি টাকা বেশি ব্যয় হয়েছে।

মন্ত্রী আরও বলেন, আগামী ৩ মাসে সংশোধিত এডিপি বরাদ্দ ব্যয় করা সম্ভব হবে। এডিপির বাস্তবায়ন বাড়াতে ইতোমধ্যেই অনেক সংস্কার আনা হয়েছে। প্রয়োজনে আরো সংস্কার আনা হবে।

তিনি আরও বলেন, অর্থবছরের প্রথম তিন মাস সাধারণত কাজের বিল পরিশোধ করা হয়। ফলে এডিপি বাস্তবায়ন বাড়বে।

অর্থ বাণিজ্য