‘দুই দেশের বিশেষ সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না’

‘দুই দেশের বিশেষ সম্পর্ক কেউ নষ্ট করতে পারবে না’

কোনো কিছুই বাংলাদেশ-ভারতের বিশেষ সম্পর্ক নষ্ট করতে পারবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। দারিদ্র দূরীভূত করার লক্ষ্যে বিনিয়োগকারীদেরকে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন তিনি।

চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার দেশে ফেরার আগে নয়াদিল্লিতে ভারতীয় ব্যবসায়ীদের অায়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতীয় ব্যবসায়ীরা খুব ধনী। আমি তাদেরকে বাংলোদেশে আসার এবং বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের বৃহৎ বাজারে বিনিয়োগের সুযোগ আছে। তাদেরকে সব ধরনের সুযোগ-সুবিধার আশ্বাস দেন তিনি।

বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণে বাংলাদেশে একশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, মংলা, ভেড়ামারা ও মিরসরাইয়ে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক এলাকা রাখা হয়েছে।

শেখ হাসিনা বলেন, ভারতীয় বিনিয়োগকারীদের সুরক্ষায় বাংলাদেশ-ভারত বিনিয়োগ চুক্তি রয়েছে। আমরা বিনিয়োগের শতভাগ লাভ স্বদেশে পাঠানোর জন্য আকর্ষণীয় সুবিধা রেখেছি।

প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশি ব্যবসায়ীদের বিশাল বহর সঙ্গী হয়েছিল। দুই দেশের মাঝে প্রায় সাড়ে ছয়শ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যিক চুক্তি হয়েছে। ক্ষমতার সাত বছরের মধ্যে শেখ হাসিনার প্রথম ভারত সফরে দ্বিপাক্ষিক ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

তবে বহুল আলোচিত তিস্তা চুক্তির বিষয়ে প্রধানমন্ত্রীর এ সফর থেকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যায়নি। পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতার ‘বাধা’য় আটকে গেছে তিস্তা চুক্তি।

আন্তর্জাতিক