বেসরকারি হজ এজেন্সিগুলোর জন্য সুখবর। হজের কোটা বাড়ছে! এতে আসন্ন হজ মৌসুমে সৌদি আরব সরকার নির্ধারিত কোটার বাইরে অতিরিক্ত ১০ হাজার বাংলাদেশি হজে যাওয়ার অনুমতি পেতে পারেন বলে ধর্ম মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে আভাস পাওয়া গেছে।
সূত্র জানায়, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বর্তমানে বাংলাদেশ সফররত সৌদি প্রতিনিধিদলের কাছে নির্ধারিত কোটার অতিরিক্ত আরও ১০ হাজার কোটা বৃদ্ধির মৌখিক প্রস্তাব দিয়েছেন।
মন্ত্রী সৌদি অতিথিদের সঙ্গে আলাপকালে জানান, বাংলাদেশ ধর্মপ্রাণ মুসল্লির সংখ্যা দিন দিন বাড়ছে। অনেকেই আল্লাহর ঘরে সৌদি আরব যেতে চান।
তিনি আরও জানান, হজ চুক্তি অনুযায়ী সরকারি ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ জনসহ মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা বরাদ্দ রয়েছে। তবে ইতোমধ্যে প্রায় এক লাখ ৯০ হাজার মুসল্লি প্রাক নিবন্ধন করেছেন।
সৌদি অতিথিরা দেশে ফিরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে সূত্র জানায়।
অপর এক সূত্র জানায়, ১০ হাজার নয়, নির্ধারিত কোটার বাইরে আরও ৫০ হাজার কোটা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
সোমবার সচিবালয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, অতিরিক্ত ১০ হাজার কোটার প্রস্তাব দিলেও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি জানান, সৌদি মেহমানরা প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং দেশে ফিরে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন।