এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) রাজশাহী শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল এক হাজার ৪৯২ জন পরীক্ষার্থী।
সোমবার সকাল ১০টা থেকে বিভাগের আট জেলার ১৯৪টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সবমিলে এদিন পরীক্ষার্থী ছিল এক লাখ ৮ হাজার ২৩৩ জন।
তবে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৭ হাজার ৪৪১ জন। বিকেলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তরুণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।
পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর সূত্র জানিয়েছে, এদিন বোর্ডে সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল রাজশাহীর ৩৮ কেন্দ্রে ৪১৫ জন।
এরপর যথাক্রমে সিরাজগঞ্জের ২৬ কেন্দ্রে ২০৩ জন, বগুড়ার ৩২ কেন্দ্রে ২০১ জন, পাবনার ২৫ কেন্দ্রে ১৭৫ জন, নাটোরের ১৯ কেন্দ্রে ১৬২ জন, নওগাঁয় ২৬ কেন্দ্রে ১৩৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৫ কেন্দ্রে ১২৬ জন এবং জয়পুরহাটের ১৩ কেন্দ্রে ৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
শিক্ষাবোর্ড সূত্র জানিয়েছে, এবছর রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ২৩ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ সাত হাজার ৯০ জন। এক বছরে পরীক্ষার্থী বেড়েছে ১৬ হাজার ৫২৬ জন।
এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ৬৮ হাজার ১২৯ জন ছাত্র এবং ৫৫ হাজার ৪৮৭ জন ছাত্রী। এর মধ্যে নিয়মিত ৯৯ হাজার ৭৮০ জন, অনিয়মিত ২২ হাজার ৫৬২ জন, জিপিএ উন্নয়ন এক হাজার ১১৪ জন ও প্রাইভেট ১৬০ জন।
বিজ্ঞান বিভাগ থেকে এবছর ৩৩ হাজার ৮৩৬ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়া মানবিকে ৬৮ হাজার ৫৪৮ এবং বাণিজ্যে ২১ হাজার ২৩২ জন পরীক্ষার্থী রয়েছে।