বিভিন্ন দাবিতে ডাকা হাজারীবাগে ট্যানারি শ্রমিকদের সমাবেশে অংশ নিয়েছেন সংসদ সদস্য হাজী সেলিম। সোমবার দুপুরে সমাবেশস্থলে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন তিনি। তবে একাত্মতা প্রকাশ করলেও তিনি কোনো বক্তব্য রাখেননি।
আগামী ১৫ দিনের মধ্যে সাভারের চামড়া শিল্প নগরীতে গ্যাস-বিদ্যুৎ সংযোগ না দিলে হাজারীবাগের ট্যানারিতে সেই সংযোগ দিতে হবে বলে দাবি জানিয়েছেন ট্যানারি মালিকরা। তা না হলে দেশব্যাপী অন্দোলনের হুমকি দিয়েছেন তারা।
বিপন্ন চামড়া শিল্পের অস্তিত্ব রক্ষার দাবিতে রাজধানীর হাজারীবাগে সোমবার সকালে শুরু হওয়া সমাবেশ থেকে এই হুমকি দেন ট্যানারি মালিকরা।
সমাবেশে ট্যানারি মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট নেতারা বক্তব্য দিচ্ছেন। এ সময় তারা সাভারে চামড়াশিল্প নগরীতে শ্রমিকদের বাসস্থানসহ অন্যান্য সুযোগসুবিধা নিশ্চিত করার দাবি জানান।