কলম্বিয়ার দরিদ্র শিশুদের শিক্ষার প্রসারে কাজ করবেন শাকিরা। কলম্বিয়া সরকারের সঙ্গে সম্মিলিত হয়ে দেশটির দরিদ্র শিশুদের জন্য শাকিরা অর্থ উত্তোলন করবেন এবং তাদের জন্য শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করবেন।
শুক্রবার একটি বিশেষ সম্মেলনে শাকিরা কলম্বিয়া সরকারের সঙ্গে এ ব্যাপারে একটি বিশেষ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিতে উল্লেখ আছে, কলম্বিয়া সরকার এবং শাকিরা আগামী দুই বছরের মধ্যে দেশটির দরিদ্রশিশুদের জন্য শিক্ষাখাতে দুই কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করবে।
আর সেই বিনিয়োগের সার্বিক ব্যবস্থাপনায় থাকবে শাকিরার দাতব্য প্রতিষ্ঠান পিয়াস ডিসসালজোস ফাউন্ডেশন। তাদের সঙ্গে অর্থ উত্তোলনের কাজে সহায়তা করবে কলম্বিয়ার সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং বেশ কিছু মানবাধিকা সংস্থা।
শাকিরা বলেন, “এটা একটা মৈত্রী চুক্তি। যেখানে আমরা ছয় হাজার দরিদ্র শিশুর জন্য ১৩টি এডুকেশন সেন্টার খোলার প্রজেক্ট হাতে নিয়েছি। দুই বছরের মধ্যেই কলম্বিয়ার ছয় হাজার সুবিধাবঞ্চিত শিশুর শিক্ষা নিশ্চিত করবো আমরা।”
কলম্বিয়ার শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, শাকিরার দাতব্য প্রতিষ্ঠানের সহযোগিতায় তৈরি হবে ওই ১৩টি এডুকেশন সেন্টার। কলম্বিয়ার পাঁচটি প্রদেশে স্থাপিত ওই এডুকেশন সেন্টারগুলো।