সকল গণতান্ত্রিক আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে : স্পিকার

সকল গণতান্ত্রিক আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সকল গণতান্ত্রিক আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, আর্থ-সামাজিক ব্যবস্থা ও সামগ্রিক অর্থনৈতিক চিত্র, নাটকে প্রতিফলিত হয় বলেই ‘নাটক সমাজের দর্পণ’।
ড. শিরীন শারমিন শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা-২০১৭ প্রদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি এ অনুষ্ঠানে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বদের সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক পদাতিক সম্মাননা প্রদান করেন।
সম্মাননা প্রাপ্তরা হলেন, পদাতিক নাট্য সংসদের প্রতিষ্ঠাতা প্রয়াত এস এম সোলাইমান ও নাগরিক নাট্যাঙ্গনের বিশিষ্ট নাট্যজন লাকী ইনাম।
‘সকল বৈষম্যের ঊর্ধ্বে জাগোরে নবীন প্রাণ’- এই শ্লোগানকে প্রতিপাদ্য করে পদাতিক নাট্য সংসদ পালন করলো ভাষা সৈনিক, বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিস্ট ও পদাতিকের আজীবন সভাপতি সৈয়দ বদরুদ্দীন হোসাইনের ৯৪তম জন্মবার্ষিকী।
এ উপলক্ষে পদাতিক নাট্য সংসদ প্রতিবছরের মতো এবারও দু’জন নাট্যব্যক্তিত্বকে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননা-২০১৭ প্রদান করে। স্পিকার সম্মাননা প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, এস এম সোলায়মানের কীর্তি আজও অম্লান। তিনি ছিলেন অসাধারণ প্রতিভা সম্পন্ন গীতিকার, গায়ক ও নাট্যকার।
সৈয়দ বদরুদ্দীন হোসাইনকে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের একজন অকুতোভয় সৈনিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাবিদ ও সংস্কৃতি কর্মী হিসেবে জাতি শ্রদ্ধাচিত্তে তাঁকে চিরকাল স্মরণ করবে।
স্পিকার বলেন, এদেশের সাহিত্য, সংস্কৃতি ও নাটককে তিনি অত্যন্ত ভালবাসতেন। সেকারণেই আমৃত্যু তিনি পদাতিক নাট্য সংসদের সংগে সম্পৃক্ত ছিলেন। এসময় তিনি পদাতিকের নাটক ’কালরাত্রি’র কথা উল্লেখ করে বলেন, ১৯৭১ এর ২৫ মার্চ গণহত্যার প্রেক্ষাপটে নির্মিত ‘কালরাত্রি’ ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে চিহ্নিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছে।
‘পদাতিক আমার নাটকের ঘর, নাটকের সৈনিক হয়েই চলেছি নাটকের পথ’ একথা উল্লেখ করে প্রয়াত এস এম সোলায়মানের স্ত্রী ও খ্যাতিমান নাট্যকর্মী রোকেয়া রফিক বেবী বলেন, এস এম সোলায়মান ছিলেন নাট্যাঙ্গনের পথিকৃৎ। তিনি অত্যন্ত সহজেই নাট্যকর্মীদের মাঝে নাটকের বীজ বুনে দিতে সক্ষম হতেন।
‘পদাতিক সম্মাননায় ভূষিত হয়ে অনেক আনন্দিত ও গর্বিত আমি’- উল্লেখ করে লাকী ইনাম বলেন, এস এম সোলায়মান আমার নাট্য জীবন যুদ্ধের অকৃত্রিম বন্ধু। তার সংগে পদাতিক সম্মাননায় ভূষিত হতে পেরে পদাতিক নাট্য সংসদের নিকট আমিও কৃতজ্ঞ।
বিশিষ্ট নাট্যকার রামেন্দু মজুমদার পদাতিকের প্রতিষ্ঠাতা এস এম সোলায়মানকে মরণোত্তর সম্মানা প্রদান করায় পদাতিক নাট্য সংসদকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সৈয়দ বদরুদ্দীন হোসাইন ছিলেন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে তৈরী হয়েছে অসংখ্য আদর্শ নাট্যকর্মী।
বিশিষ্ট নাট্যকার মামুনুর রশিদ বলেন, সৈয়দ বদরুদ্দীন হোসাইন কেবল শিক্ষকই ছিলেন নাÑ তিনি ছিলেন অগ্রগামী নাট্য সৈনিক। নাটকের অংগনে তার অবদান অনস্বীকার্য। তিনি হারিয়ে যাবার নন- তিনি আজও উজ্জ্বল থিয়েটার কর্মী ও দর্শক শ্রোতার মানসপটে।

বাংলাদেশ