বরিশালে মাদক মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

বরিশালে মাদক মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

বরিশালে মাদক মামলায় পলাশ সরদার নামে এক যুবককে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের দণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার বিকেলে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক রফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত পলাশ সরদার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার রাজ্জাক সরদারের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) ফিরোজুল ইসলাম মামলার নথির বরাত দিয়ে জানান, ২০১৪ সালের ২২ ডিসেম্বর খাঞ্জাপুর রফিকের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় আটক করা হয় রফিককে। এ ঘটনায় গৌরনদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন মাদক বিক্রেতা রফিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। আদালত আটজনের সাক্ষ্য শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক ওই রায় দেন।

জেলা সংবাদ