প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত যাচ্ছেন ২২৭ ব্যবসায়ী

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত যাচ্ছেন ২২৭ ব্যবসায়ী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারত সফরে যাচ্ছেন ২২৭ জন ব্যবসায়ী। উচ্চপর্যায়ের এ বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। শুক্রবার (৭ এপ্রিল) নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, ভারত সফরকালে ব্যবসায়ীরা ‘বাংলাদেশের সাথে বাণিজ্য’ শীর্ষক সেমিনারে অংশ নেবেন। দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় ইন্টারঅ্যাকটিব বিজনেস সেশনেও অংশ নেবেন তারা। এছাড়া ব্যবসায়ী নেতৃবৃন্দ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণসহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে বি-টু-বি সভায় যোগ দেবেন প্রতিনিধিরা।

ব্যবসায়ী প্রতিনিধি দলে রয়েছেন- এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), সহ-সভাপতি মাহবুবুল আলম, এফবিসিসিআই পরিচালকবৃন্দসহ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবুল কাশেম খান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিসেস নিহাদ কবির, বিজিএমইএ’র সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমুখ।

এছাড়াও এফবিসিসিআই প্রতিনিধিদলে বিভিন্ন চেম্বার ও খাতভিত্তিক বিভিন্ন অ্যাসোসিয়েশনের ১৮১ জন প্রতিনিধি রয়েছেন। সফর শেষে আগামী ১০ এপ্রিল ঢাকায় ফিরবেন তারা

অর্থ বাণিজ্য