ডিএসই: সূচক ঊর্ধ্বমুখী

ডিএসই: সূচক ঊর্ধ্বমুখী

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। রোববার লেনদেনের শুরু হয় ঊর্ধ্বমুখী ধারায়। প্রথম পাঁচ মিনিটেই সূচক বাড়ে ১০২ পয়েন্ট।

 

লেনদেন শুরুর প্রথম ৪৫ মিনিটে সাধারণ মুল্যসূচক গত দিনের চেয়ে ১০৬ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪৪৯ পয়েন্টে উঠেছে। লেনদেন হয়েছে ২৬১ কোটি টাকা।

 

এখন পর্যন্ত ৪৯ হাজার ১২ হাওলায় হাতবদল হয়েছে তিন কোটি ৯৫ লাখ ৩৮ হাজার ৬৯৮টি শেয়ার ও ইউনিট।

 

লেনদেন হওয়া ইস্যুর মধ্যে দর ঊর্ধ্বমুখী রয়েছে ১৭৪টির, নিম্নমুখী রয়েছে ৩৪টির ও অপরিবর্তিত রয়েছে ১২টির।

 

টাকার অংকে লেনদেনে এগিয়ে রয়েছে- মেঘনা পেট্রোলিয়াম, যমুনা ওয়েল, গ্রামীণ ফোন, আরএন স্পিনিং, স্কয়ার ফার্মাসিটিক্যাল, আফতাব অটোমোবাইলস, বেক্সিমকো ফার্মাসিটিক্যাল, এমজেএল বিডি ও তিতাস গ্যাস।

অর্থ বাণিজ্য