মেহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ফিরে পেলেন বর্তমান পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু। মেহেরপুর পৌরসভা নির্বাচনের আপিল কর্মকর্তার দেয়া বাতিলের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বধুবার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মোতাচ্ছিম বিল্লাহ মতুর হাইকোর্টের আইনজীবী ইউসুফ খান রাজিব।
আগামী ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভা নির্বাচন। গেল ২৯ মার্চ যাচাই-বাছাইয়ে মতুর হলফনামায় অসত্য তথ্য থাকার দায়ে প্রার্থিতা বাতিলের আদেশ দিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা মেহেরপুর জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান।
এ আদেশের বিরুদ্ধে গত ৩০ মার্চ আপিল কর্মকর্তা মেহেরপুর জেলা প্রশাসকের কাছে আপিল করেন মোতাচ্ছিম বিল্লাহ মতু। আপিল কর্তৃপক্ষ রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রাখেন। এর প্রেক্ষিতে হাইকোর্টে রিট আবেদন করেন মতু।
এ প্রসঙ্গে মোতাচ্ছিম বিল্লাহ মতু বলেন, স্থানীয় সরকার আইন ও বিধির অপব্যাখ্যা করে তারা মনোনয়নপত্র বাতিল করেছিল। যেটি একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সমুচিত হয়নি। নির্বাচনে হার-জিত বড় কথা নয়, কিন্তু আমার প্রতি তারা অবিচার করেছেন।