শেষ মুহূর্তের গোলে হার এড়ালো ম্যানইউ

শেষ মুহূর্তের গোলে হার এড়ালো ম্যানইউ

ঘরের মাঠে নিজেদের মেলে ধরতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। বার বার ড্রয়ের হতাশ নিয়ে ফেরা ম্যানইউ এবার এভারটনের কাছে হারতে বসেছিল। তবে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ইব্রাহিমোভিচ গোল করলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে মরিনহোর শিষ্যরা।

ওল্ড ট্র্যাফোর্ড আট ম্যাচে ড্রয়ের হতাশা কাটাতে ম্যাচের শুরু থেকে আক্রমণ করে খেলতে থাকে স্বাগতিক শিবির। ম্যাচের ষষ্ঠ মিনিটে গোলের সুযোগও পায় ইব্রাহিমোভিচ। তবে তার গোল মুখে নেওয়া শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লাগলে হতাশ হয় স্বাগতিক দর্শকরা। উল্টো ধারায় ম্যাচের ২২ মিনিটে গোল করে সফরকারী দলকে লিড এনে দেন ফিল জাগিয়েলকা।

পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়িয়ে দেয় ইব্রাহিমোভিচরা। ম্যাচের ৩০ মিনিটে আন্দ্রে হেরেরার প্রচেষ্টা বাধা পায় ক্রসবারে। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিক দল।

man

বিরতি থেকে ফিরে আবারো গোলের সুযোগ পায় ম্যানইউ। তবে খেলার ৫৫ মিনিটে অ্যাশলি ইয়ংয়ের ফ্রি-কিক থেকে পল পগবার হেড বারে লাগলে আবার হতাশ হতে হয় স্বাগতিকদের। ৭০ মিনিটে জ্লাতান ইব্রাহিমোভিচ বল জালে পাঠালেও অফসাইডের জন্য গোল বাতিল হয়।

অবশেষে ম্যাচের ৯৪ মিনিটে গোলের দেখা পায় স্বাগতিক শিবির। লুক শর গোলমুখী শট অ্যাশলি উইলিয়ামস হাত দিয়ে ঠেকালে লাল কার্ড পেনাল্টি পায় ম্যানইউ। আর তা থেকে গোল করে দলকে সমতায় ফেরার সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ।

এ ড্রয়ে ২৯ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। দিনের অন্য ম্যাচে সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে লেস্টার সিটি। নতুন কোচের অধীনে লিগে টানা পাঁচ ও সব মিলিয়ে টানা ছয় ম্যাচের জয় পেলো বর্তমান চ্যাম্পিয়নরা।

খেলাধূলা