ওভারটাইম’ কাজে হৃদরোগের ঝুঁকি

ওভারটাইম’ কাজে হৃদরোগের ঝুঁকি

ইউরোপীয় ‘হার্ট লাইন’ জার্নালের অনলাইন সংস্করণে ওভারটাইম কাজ ও হৃদরোগের ঝুঁকি নিয়ে নতুন একটি তথ্য প্রকাশিত হয়েছে। বৃটেনের প্রায় ৬ হাজার সরকারি কর্মকর্তার ওপর পরিচালিত এক গবেষণার ফলাফলে জানা গেছে, যারা ওভারটাইম বা অতিরিক্ত সময় কাজসহ প্রতিদিন গড়ে ১০ থেকে ১১ ঘণ্টা পরিশ্রম করেন, তারা হৃদরোগে আক্রান্ত হওয়ার সমূহ ঝুঁকিতে রয়েছেন। যারা স্বাভাবিক পরিশ্রম করেন, তাদের তুলনায় দুই-তৃতীয়াংশ বেশি ঝুঁকিতে থাকেন অতিরিক্ত সময় পরিশ্রমকারী ব্যক্তিরা। গবেষণার অংশ হিসেবে হৃদরোগে আক্রান্ত হওয়া কয়েকজন রোগীকে বেশ কিছুদিন পর্যবেক্ষণের আওতায় রাখা হয়। হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনাও পর্যালোচনা করা হয়। এতে দেখা গেছে, ওভারটাইম কাজ করা বা অতিরিক্ত সময় পরিশ্রমকারী ব্যক্তিরাই হৃদরোগ ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুর সমূহ ঝুঁকিতে রয়েছেন।

আন্তর্জাতিক