স্প্যানিশ লা লিগায় ৩৩তম ম্যাচে জয় পেয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
ব্যক্তিগত ও দলগত লড়াই বেশ জমে উঠেছে স্প্যানিশ লা লিগায়। একদিকে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ। অন্যদিকে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার লড়াই।
শনিবার রাতে লেভান্তেকে ২-১ গোলে হারিয়ে রিয়ালের সঙ্গে ৪ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে বার্সা। গোল দুটিই এসেছে মেসির জাদুকরি পা থেকে। এ নিয়ে চলতি মৌসুমে লা লিগায় মেসির গোল সংখ্যা ৪১। রোনালদোও একই মাইলফলক ছুঁয়েছেন এ রাতে।
শনিবার রাতে লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনালদো তার নিজের গোল রেকর্ড ভেঙেছেন। তার দল রিয়াল মাদ্রিদও ৩-১ গোলের ব্যবধানে স্পোর্টিং গিজনকে পরাজিত করেছে।
রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা রোনালদো স্পোর্টিং গিজনের বিপক্ষে খেলার দ্বিতীয়ার্ধে লা লিগায় তার ৪১তম গোল করেন। অন্য দুটি আসে গনজালো হিগুয়েন ও করিম বেনজেমার পা থেকে।
লিওলেন মেসির জোড়া গোলে বার্সেলোনা ২-১ গোলে পরাজিত করেছে লেভেন্তেকে। শনিবারের দুই গোল নিয়ে মেসির গোলসংখ্যাও ক্রিশ্চিয়ানো রোনালদোর সমান।
এক মৌসুমে সব পর্যায়ের প্রতিযোগিতায় মেসির গোল সংখ্যা ৬৩। সামনে কেবল জার্ড ম্যুলার রয়েছেন। এক মৌসুমে তার গোলসংখ্যা ৬৭। মেসির গতিবিধি সেই রেকর্ড ভাঙার দিকেই।
আর চলতি মৌসুমে সবমিলিয়ে রোনালদোর গোলসংখ্যা ৫২।