খুব বেশি দেরি নয়। দিন দুয়েক পরেই মাঠে গড়াচ্ছে আইপিএলের দশম আসর। অর্থাৎ আগামী ৫ এপ্রিল মোস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে হবে এবারের আসরের উদ্বোধন।
ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার কাছে আইপিএলে সব দলই সমান। কাউকে হালকাভাবে নেয়ার মানে নেই। শিরোপা জিততে পারে যে কোনো দলই। হোক তা কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পাঞ্জাব কিংবা রাইজিং পুনে সুপারজায়ান্ট।
তাইতো ঋদ্ধির এমন সংলাপ, ‘আইপিএল পুরোটাই পেশাদার টুর্নামেন্ট। আর একজন পেশাদার ক্রিকেটার হিসেবে এখানে আবেগের কোনো জায়গা নেই। আমার কাছে আইপিএলে সব দলই সমান। তা সে কলকাতা নাইট রাইডার্স হোক বা চেন্নাই সুপার কিংস বা কিংস ইলেভেন পাঞ্জাব। যে দলেই খেলি না কেন দিনের শেষে পারফরম্যান্সটাই মূল বিষয়।’
সম্প্রতি টেস্ট খেলেছেন ঋদ্ধিমান। সামনে টি-টোয়েন্টি টুর্নামেন্ট; আইপিএল। হঠাৎ ভিন্ন ফরম্যাটে এসে তাল মেলানো কঠিন কিনা? ঋদ্ধির জবাব, ‘টেস্ট ক্রিকেটে পরিস্থিতি বুঝে অনেক সংযত থেকে শট নিতে হয়। ২০ ওভারে সেই বাধ্যবাধকতা নেই। তুলনামূলকভাবে এখানে ব্যাটিং অনেক সহজ।’