রোববার সকালে কলকাতা যাচ্ছে আবাহনী

রোববার সকালে কলকাতা যাচ্ছে আবাহনী

মোহনবাগানের বিরুদ্ধে এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ খেলতে রোববার সকালে কলকাতা যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ৪ এপ্রিল কলকাতার রবীন্দ্র সরোবরে এএফসি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দেশের দুই পরাশক্তি ক্লাব। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়।

দুই দলই হার দিয়ে শুরু করেছে এএফসি কাপ। তাই এটি তাদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ। ১৪ মার্চ ঘরের মাঠে আবাহনী ২-০ গোলে হেরেছে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের কাছে। একই দিন ব্যাঙ্গালুরু এফসির মাঠে মোহনবাগান হেরেছে ২-১ গোলে।

আবাহনী কলকাতায় যাচ্ছে ২১ ফুটবলার নিয়ে। ১৪ মার্চ মাজিয়ার বিরুদ্ধে ১৮ সদস্যের স্কোয়াডের সঙ্গে যোগ হয়েছেন ৩ জন। তারা হলে তিতুমীর চৌধুরী টিটু, নাসির উদ্দিন চৌধুরী ও আতিকুর রহমান ফাহাদ।

আবাহনী দল
শহিদুল আলম সোহেল, সুলতান আহমেদ শাকিল, তিতুমীর চৌধুরী টিটু, ওয়ালি ফয়সাল, সামাদ ইউসুফ, নাসির উদ্দিন চৌধুরী, মামুন মিয়া, রায়হান হাসান, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, ইয়ামিন মুন্না, ইমন বাবু, সোহেল রানা, প্রানতোষ, শাহেদুল আলম শাহেদ, ইমতিয়াজ সুলতান জিতু, আতিকুর রহমান ফাহাদ, জোনাথন, এমেকা ডার্লিংটন, রুবেল মিয়া ও নাবীব নেওয়াজ জীবন।

খেলাধূলা