ইমার্জিং কাপের আয়োজক বাংলাদেশ। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি স্বাগতিকরা। সেমিফাইনালেই বিদায় নিশ্চিত করেছে মুমিনুল হকের দল। আজ শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। আর তাতে ফাইনালের টিকিট পেয়ে যায় লঙ্কানরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রথম সেমিফাইনাল। টস জিতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। নাসির হোসেনের ৩৯, মোহাম্মদ সাইফুদ্দিনের ৩৭ ও সাইফ হাসানের ৩২ রানে ভর করে ১৭৯ রান তোলে স্বাগতিকরা। জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে লঙ্কানরা।
দিনের অপর সেমিফাইনালে আফগানিস্তান অনূর্ধ্ব-২৩ দলকে ১২৩ রানের বড় ব্যবধানে পরাস্ত করেছে পাকিস্তান দল। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৬৭ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে ৩১.৪ ওভার খেলে ১৪৪ রানেই অলআউট হয় আফগানরা।
ইমার্জিং কাপের ফাইনাল ৩ এপ্রিল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দল।