শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘ডিজে ওয়ার’

‘ডিজে’ মানে ডিসকো জকি। যে কোনো ডিসকো পার্টির প্রধান আর্কষণ হলো ডিজে। দেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ডিজে [ডিস্কো জকি] কম্পোজারদের প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান ‘ডিজে ওয়ার ২০১২’।

সারা দেশ থেকে প্রতিভাবান ডিজেদের খুঁজে বের করার রিয়েলিটি শো ‘ডিজে ওয়ার’-এর
আয়োজন করছে ইভেন্ট ব্যবস্থাপনা ও ক্রিয়েটিভ প্রতিষ্ঠান জিরো ভলিউম। আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার আহমেদ তানভির জানিয়েছেন, আসছে ১১ মে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ঢাকা ক্লাবে। এ অনুষ্ঠানটি প্রতি বছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে। সারা বিশ্বে ডিজে কম্পোজিশনের সুর-মুর্চ্ছনা মুগ্ধ করছে সব বয়সের দর্শক শ্রোতাকে। বিশ্বব্যাপী ডিজে কম্পোজিশন রীতিমত বিপ্লব তৈরি করে এগিয়ে গেছে অনেক দূর। অথচ বাংলাদেশে এখনো ডিজেদের কর্মকাণ্ড সীমিত রয়ে গেছে বিয়ে, জš§দিন ইত্যাদি অনুষ্ঠানে। এসব বিবেচনা করেই বাংলাদেশের ডিজেদের সবার সামনে তুলে ধরার লক্ষ্যে এই আয়োজন।

কেবল বাংলা গানের সঙ্গে ডিজে কম্পোজিশন নিয়েই হচ্ছে  ‘ডিজে ওয়ার’ প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিচাক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশসহ বিশ্বের খ্যাতিমান ডিজেদের। ইতিমধ্যে বিচারক হিসেব চুড়ান্ত হয়েছেন বাংলাদেশের ডিজে রাহাত ও ডিজে প্রিন্স, প্রাথমিক কথা হয়েছে ভারতের ডিজে রিঙ্ক ও ডিজে শুকেতুর সঙ্গে। পাশাপাশি ১৩ পর্বের এই ধারাবাহিক অনুষ্ঠানটির সঙ্গে বিভিন্ন পর্যায়ে যুক্ত হবেন সংগীত ও অন্যান্য অঙ্গনের খ্যাতিমান তারকারা।

বিনোদন