জেলার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবিতে শুক্রবার দুপুর পর্যন্ত শিশু ও নারীসহ ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সোনারগাঁ থানার ওসি এস এম মঞ্জুর কাদের বাসসকে জানান, পুলিশ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল থেকে অভিযান চালিয়ে দুপুর পর্যন্ত শিশু ও নারীসহ ৯ জনের লাশ উদ্ধার করেছে। এখনও আরো ৮ জন নিখোঁজ রয়েছে বলেও তিনি জানান।
ওসি আরো জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পুলিশ ফায়ার সার্ভিস কোষ্টগার্ড উদ্ধার অভিযান চালাচ্ছে। স্কেনিং মেশিনের মাধ্যমে নদীর তলদেশে তল্লাশী করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারের সন্ধ্যান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সোনারগাঁওয়ের চর কিশোরগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়।
রাজধানীর রামপুরা বনশ্রী থেকে প্রায় ৫০ জনের একটি দল ইঞ্জিনচালিত ট্রলারে করে চাঁদপুর জেলার মতলব থানার বেলতলী এলাকায় সোলেমান শাহ ওরফে লেংটার মেলায় যাচ্ছিলেন। মেঘনা নদীতে হঠাৎ করে ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়। এ সময় সাঁতরে ও অন্য ট্রলারের সহায়তায় অনেকেই তীরে উঠতে সক্ষম হন।
জেলা প্রশাসক রাব্বী মিয়া নিহতের লাশ দাফনের জন্য প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন।