বরেণ্য কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ এ বছর পহেলা বৈশাখ উপলক্ষে একটি নাটক উপহার দিচ্ছেন তার ভক্তদের। নাটকের নাম ‘রূপকথা’। জুয়েল রানার পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন প্রাণ রায়, মৌসুমি (লাক্স সুপারস্টার), ফারুক আহমেদ, স্বাধীন খসরু, পিযূষ বন্দ্যোপাধ্যায়, সাজু মুনতাসির, অঞ্জন সরকার ববন, রহমত আলী, এসকে শুভ, সৈয়দ হাসান সোহেল, মুনমুন আহমেদ ও আরো অনেকে।
নাটকের গল্পে দেখা যায়, বাবা মায়ের একমাত্র ছেলে শফিক। আর্ট কলেজ থেকে খুব ভালো রেজাল্ট করে বেরিয়েছে। বাবা মায়ের অনেক আদরের ছেলে সে। লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাড়াতে চায় সে। আর তাই সে বাড়ী থেকে বের হয়ে যায়। সে পার্কে বসে ছবি আঁকে আর বিক্রি করে। ছবি বিক্রি না হলে সেদিন সে না খেয়ে থাকে। এভাবে তার দিন চলতে থাকে। অন্যদিকে শফিকের মা বাবা খুব থাকেন তাকে নিয়ে। একদিন প্রেমিকা নিতু পার্কে তার সঙ্গে দেখা করতে আসে। এসে নিতু জানায় তার মামা অন্য জায়গায় তার বিয়ে ঠিক করেছে। এদিকে শফিকের আঁকা ছবিগুলো কিনতে ভীড় করে অনেক লোক। শফিক নিতুর কথায় মন না দিয়ে ব্যস্ত হয়ে যান ক্রেতাদের সঙ্গে। তাদের সঙ্গে মজার মজার সব ঘটনা ঘটতে থাকে। এসব ঘটনা দেখে নিতু বিরক্ত হয়ে চলে যায়। মামার ঠিক করা নিতুর বিয়ে নিয়েও চলতে থাকে নানা ঘটনা। এভাবেই এগিয়ে যেতে থাকে নাটকের কাহিনী।