বব ডিলান রোববার নোবেল পুরস্কার নেবেন : একাডেমি

বব ডিলান রোববার নোবেল পুরস্কার নেবেন : একাডেমি

মিউজিক আইকন বব ডিলান আগামী রোববার স্টকহোমে সুইডিশ একাডেমির সঙ্গে এক বৈঠকে নোবেল পুরস্কার গ্রহণ করতে যাচ্ছেন। বুধবার এ ঘোষণা দেয়া হয়।
সুইডিশ একাডেমির স্থায়ী সম্পাদক সারা দানিউস এক ব্লগ পোস্টে লিখেছেন, ‘সুখবর হচ্ছে, সুইডিশ একাডেমি ও বব ডিলান এ সপ্তাহান্তে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। তখন একাডেমি ডিলানের নোবেল ডিপ্লোমা ও নোবেল পুরস্কার হস্তান্তর করবে এবং সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়ায় তাকে অভিনন্দন জানাবে।’
এই মার্কিন গায়ক গত বছর অক্টোবর মাসে নোবেল পুরস্কার বিজয়ী হন, কিন্তু পুরস্কার নিতে যাননি।
এমনকি নোবেলের ৯ লাখ ১০ হাজার ডলারের সমান অর্থমূল্য নেয়ার জন্য যে বক্তৃতাটি দিতে হয় সেটিও দেননি তিনি।
নোবেল গ্রহণ না করার বিরল ঘটনাটি বিশ্বজুড়ে আলোচনা সৃষ্টি করে।
অবশ্য নোবেল প্রত্যাখ্যানও করেননি ডিলান।
নোবেল একাডেমি বলছে, সুইডেনের রাজধানীতে, যেখানে দুটি কনসার্ট করবেন মি. ডিলান, সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করবেন একাডেমির সদস্যরা।
বব ডিলান অবশ্য কোন বক্তৃতা দেবেন না।
তবে আশা করা হচ্ছে তিনি একটি রেকর্ড করা নোবেল বক্তৃতা পাঠিয়ে দেবেন।

আন্তর্জাতিক