ইরাকের পশ্চিম মসুলে ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)-এর বিরুদ্ধে গত মাসে অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তিন শতাধিক বেসামরিক লোক নিহত হয়েছে।
জাতিসংঘ মঙ্গলবার এ তথ্য জানায়।
সংস্থা জানায়, নতুন পাওয়া পরিসংখ্যান যাচাই করে নিশ্চিত হওয়া গেলে এ সংখ্যা চার শ’ ছাড়িয়ে যেতে পারেজাতিংঘ মানবাধিকার সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘ইরাকে জাতিসংঘ মানবাধিকার দপ্তর ও জাতিসংঘ সহায়তা মিশনের যাচাইকৃত তথ্য মতে ১৭ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চের মধ্যে অন্তত ৩০৭জন প্রাণ হারিয়েছে।’
বিবৃতিতে বলা হয়, ‘এছাড়া, ২২ মার্চ থেকে ২৬ মার্চের মধ্যে পশ্চিম মসুলের ৪টি এলাকায় অন্তত ৯৫জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।’