ইতিহাস বিকৃতকারীদের জাতি কখনোই ক্ষমা করবে না : হানিফ

ইতিহাস বিকৃতকারীদের জাতি কখনোই ক্ষমা করবে না : হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুুব উল আলম হানিফ এমপি বলেছেন, ইতিহাস বিকৃতকারীদের জাতি কখনোই ক্ষমা করবে না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সোমবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘মুক্তির আলোয় আলোকিত করি ভুবন’ -শ্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সপ্তাহব্যাপী মুক্তিসংগ্রাম নাট্য উৎসবের তৃতীয় দিনে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, নুরুন নবী চৌধুরী শাওন এমপি, অধ্যাপক ড. রওনক জাহান, ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির ডা. এম এ হাসান ও নাট্য ব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার প্রমুখ।
সৈয়দ শামসুল হকের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মঞ্চস্থ করেছে থিয়েটার (বেইলি রোড)।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ।
মাহবুুব উল আলম হানিফ আরো বলেন, দুই লক্ষ মা বোনের সম্ভ্রম এবং ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদেরকে যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।
তিনি বলেন, গণহত্যা দিবসের ভয়াবহতা ও স্বাধীনতা দিবসের সঠিক ইতিহাস জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরা আমাদের সকলের দায়িত্ব।
তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. রওনক জাহান বলেন, জাতীয়ভাবে ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের মাধ্যমে আমরা পশ্চিম পাকিস্তানী শাসকদের ঘৃণ্য ও বর্বরোচিত মুখোশ উন্মোচন করতে পারবো।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সবাইকে পাঠ করতে হবে।
তিনি আরো বলেন, পশ্চিম পাকিস্তানী শাসকদের নির্যাতন, লুণ্ঠন, মুক্তিযুদ্ধকালীন নৃশংসতা সম্পর্কে এ প্রজন্মের মানু

বাংলাদেশ