সিলেট নগরীর শিববাড়ির ‘আতিয়া মহল’ জঙ্গি আস্তানায় অভিযান ‘অপারেশন টোয়াইলাইট’ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। অভিযান শেষে ‘আতিয়া মহল’ ভবনটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার বাংলাদেশ সেনাবাহিনী তিনদিনের এই অভিযান সমাপ্ত ঘোষণা করে।
আজ রাত ৮টায় সিলেটের জালালাবাদ সেনানিবাসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘তিনদিন একটানা বিভিন্ন কৌশল প্রয়োগের মাধ্যমে ২৭ মার্চ বিকেলের মধ্যে চার জঙ্গিকে নির্মূল করা হয়। মূলত গতকালই অভিযান শেষ হয়। তবে, আরও বিশদ তল্লাশী ও সবকিছু নিশ্চিত হওয়ার জন্য আজকের দিনটি কাজে লাগানো হয়।’
নিহত চার জঙ্গির লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে ফখরুল আহসান আরও বলেন, ‘গতকাল সোমবার দু‘টি মৃতদেহ বের করে পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। বাকি যে দু‘টি মৃতদেহ ছিল সেগুলোও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
তিনি বলেন, ‘সকল কার্যক্রম শেষে আজ (মঙ্গলবার) বিকেলে ভবনটি (আতিয়া মহল) ক্রাইমসিন হিসেবে পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয় এবং ‘অপারেশন টোয়াইলাইট’ এর সমাপ্ত ঘোষণা করা হয়।’
সেনাবাহিনীর কমান্ডোরা ‘অপারেশন টোয়াইলাইট’ দুই পর্বে ভাগ করে অভিযান পরিচালনা করে জানিয়ে সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, ‘প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট দিক-নির্দেশনার আলোকে সেনাবাহিনী অপারেশন পরিকল্পনা প্রণয়ন করে।
অপারেশনের প্রথম পর্বটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিলো জানিয়ে ফখরুল আহসান বলেন, ‘কমান্ডোরা জীবন বাজি রেখে অত্যন্ত সাহসিকতার সাথে কৌশল প্রয়োগের মাধ্যমে শনিবার আনুমানিক দুপুর একটার মধ্যে ভবন থেকে ৩০ জন পুরুষ, ২৭ জন মহিলা ও ২১ জন শিশুসহ মোট ৭৮ জনকে নিরাপদে উদ্ধার করে আনে।’
দ্বিতীয় পর্বে শনিবার দুপুর ২টা থেকে জঙ্গি বিরোধী কার্যক্রম শুরু হয়। এ বিষয়ে তিনি বলেন, ‘দ্বিতীয় পর্বে সেনাবাহিনীর কমান্ডোদের পাশাপাশি ¯œাইপার দল এপিসিসহ বিশেষায়িত অনেক সদস্য নিজ নিজ দায়িত্ব পালন করেন।’
প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ফখরুল আহসান। এই অভিযানের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘আতিয়া মহলে চার জঙ্গি থাকলেও তাদের কাছে বিপুল পরিমাণ বিস্ফোরক ছিলো। এরা ছিলো প্রশিক্ষিত জঙ্গি।’
পুরো অপারেশন পরিচালনায় পুলিশ, র্যাব, সোয়াত টিম, ফায়ার সার্ভিস, বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা, স্থানীয় প্রশাসনসহ এলাকাবাসী যে সহায়তা করেছেন তার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লে. কর্ণেল রাশিদুল হাসান, সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।