গাড়ি ভাঙচুর মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ২৫নং ওয়ার্ডের আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী (ঘুড়ি) জিল্লুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সদর দক্ষিণ উপজেলা গেট থেকে তাকে গ্রেফতারের পর দুপুর সোয়া ২টার দিকে আদালতে সোপর্দ করা হয়।
সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানু জানান, গত সোমবার রাতে জিল্লুর রহমান তার সহযোগীদের নিয়ে একই ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. খলিলুর রহমান মজুমদারের (লাঠিম) চৌয়ারাস্থ বাড়িতে গিয়ে তার ভাতিজা ইঞ্জিনিয়ার আবুল কালামের গাড়ি ভাঙচুর ও ফাঁকা গুলি চালায়। এ ঘটনায় আবুল কালাম বাদী হয়ে মঙ্গলবার থানায় মামলা দায়ের করার পর কাউন্সিলর প্রার্থী জিল্লুর রহমানকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর সমর্থক কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান মজুমদার জানান, হামলার সময় তিনি বাড়িতে ছিলেন না। এসময় হামলাকারীরা তাকে খোঁজ করে না পেয়ে গাড়ি ভাঙচুর করে।