শিশু-অপহরণের-চেষ্টাকালে-যুবক-আটক

শিশু-অপহরণের-চেষ্টাকালে-যুবক-আটক

মাদারীপুর জেলার শিবচরে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে অপহরণের চেষ্টাকালে শাকিল সরদার (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার সকালে উপজেলার কাঁঠালবাড়ী ঘাট এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক শাকিল সরদার শিবচর পৌর এলাকার ডিসি রোডের সোহরাব সরদারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কাঁঠালবাড়ী ইউনিয়নের ওসমান বেপারিকান্দি এলাকায় একটি মসজিদের পাশে দাঁড়িয়েছিল শাকিল। মসজিদের আরবি পড়া শেষ করে বাচ্চাদের বাড়ি ফেরার সময় রিফাত (৮) নামের একটি শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে তার সঙ্গে আসতে বলে।

পরে সে শিশুটিকে চিপস কিনে দিয়ে একটি অটোরিকশায় উঠানোর চেষ্টা করলে এলাকাবাসীর সন্দেহ হয়। এসময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়।

শিশু রিফাত হাশেম বেপারীরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ও ওসমান বেপারীরকান্দির রোকন চোকদারের ছেলে।

স্থানীয়রা আরো জানান, এর আগেও ওই এলাকার অন্য এক শিশুকে টাকার লোভ দেখিয়ে এক যুবক তার সঙ্গে আসতে বলেছিল। এসময় শিশুরা ভয়ে দৌড়ে এসে বাড়িতে এ কথা জানায়।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, মঙ্গলবার সকালে কাঁঠালবাড়ী ঘাট এলাকা থেকে শিশু অপহরণের চেষ্টার অভিযোগে শাকিল নামের এক যুবককে আটক করা হয়। এ ব্যপারে শিবচর থানায় মামলা প্রক্রিয়াধীন।

জেলা সংবাদ