ঢাকা দক্ষিণের সম্ভাব্য মেয়র প্রার্থী জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদকে শোকজ নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাকে এ নোটিস দেওয়া হয়েছে।
ডিসিসি দক্ষিণের রিটানিং কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান ব্যক্তিগত সহকারীর মাধ্যমে হাতে হাতে নোটিসটি ফিরোজ রশিদের কাছে পাঠিয়েছেন।
বৃহস্পতিবার পুরান ঢাকায় আয়োজিত জাতীয় পার্টির জনসভায় দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টির পক্ষ থেকে ফিরোজ রশিদকে ডিসিসি দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন। এছাড়া প্রকাশ্য জনসভায় তার পক্ষে ভোট চান এরশাদ। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর এ ধরণের ঘটনা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এ কারণেই ফিরোজ রশিদকে শোকজ নোটিসটি দেওয়া হয়েছে।
আগামীকাল ইসির শোকজের জবাব দেবেন কাজী ফিরোজ রশিদ চৌধুরী।
ইসির নোটিস তিনি ইতবাচক হিসেবে নিয়েছেন। শুক্রবার বিকেলে তিনি বাংলানিউজকে বলেন, ‘ইসির নোটিস আমি ইতিবাচক হিসেবে নিয়েছি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে ইসির এ ধরনের পদক্ষেপ প্রসংশনীয়।’
এছাড়া তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ, ফিরোজ রশিদ মেয়র প্রার্থী হিসেবে এখনও মনোনয়ন পত্র সংগ্রহ করেননি। আগামীকাল শনিবার তার মনোনয়নপত্র সংগ্রহ করার কথা রয়েছে।
এসব ডিসিসি দক্ষিণের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলুর রহমান বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।