মুফতি হান্নানের ফাঁসির দিন গণনা শুরু

মুফতি হান্নানের ফাঁসির দিন গণনা শুরু

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের মৃত্যু পরোয়ানা বুধবার গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তাদের পড়ে শোনানো হয়েছে। আর বুধবার থেকেই তাদের ফাঁসির দিন গণনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার আহমেদ চৌধুরী জানান, বুধবার রাতে মুফতি আব্দুল হান্নানের মৃত্যু পরোয়ানা পেয়েছি। তিনি মার্সি পিটিশন করবেন বলে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। বুধবার আমরা তাকে মৃত্যু পরোয়ানা পড়ে শুনিয়েছি এবং সেসময় থেকেই ক্ষণ গণনা শুরু হয়েছে। আইন অনুযায়ী তিনি সাতদিনের সময় পাবেন। এখন তিনি সাতদিনের মধ্যে সে আবেদন করবেন কি না তা জানা নেই।

এদিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, বুধবার রাতে মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের মৃত্যু পরোয়ানা এ কারাগারে এসে পৌঁছালে তদের তা পড়ে শোনানো হয়।

তিনি আরো জানান, এর আগে মঙ্গলবার দিবাগত রাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের ফাঁসির রিভিউ আবেদন খারিজের রায়ের কপি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর বুধবার মুফতি হান্নান ও তার সহযোগী বিপুল প্রাণভিক্ষার জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করার মত প্রকাশ করেছিলেন।

এছাড়া তার সহযোগী এবং ওই মামলার অপর আসামি শরীফ শাহেদুল বিপুলকে রায় পড়ে শোনানো হলে তিনিও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন বলে জানান। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তারা প্রাণভিক্ষার লিখিত কোনো আবেদন করেননি।

জেলা সংবাদ