মিসরের রাজধানীয় কায়রোতে অনুষ্ঠিত ২৩তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন হাফেজ আবদুল্লাহ আল-মামুন।
মিসরের এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৭০ দেশের প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। এবারের প্রতিযোগিতায় বিশ্ববিখ্যাত আটজন কারির বিচারকের দায়িত্ব পালন করবেন।
কায়রোর আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ সিস ‘র পুরস্কার বিতরণের কথা রয়েছে।
হাফেজ আবদুল্লাহ আল-মামুন রাজধানী ঢাকার যাত্রাবাড়ীস্থ হাফেজ নাজমুল হাসান কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত তাহফিজুল কোরআন ওয়াস সু্ন্নাহ মাদরাসার ছাত্র। সে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের হিরাকান্দা গ্রামের মো. আবুল বাশারের ছেলে।
হাফেজ আবদুল্লাহ আল মামুন ২০১৬ সালে দুবাইয়ে অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় এবং ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিল।
আগামী এপ্রিল মাসে (২০১৭) অনুষ্ঠিত প্রতিযোগিতায় সফলতার জন্য হাফেজ আবদুল্লাহ আল-মামুন দেশবাসীর নিকট দোয়া প্রার্থী। হাফেজ আবদুল্লাহ আল-মামুনের সাফল্য কামনায় রইলো শুভ কামনা..