আওয়ামী লীগের সিলেট বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সমাবেশ বুধবার শুরু হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার সকাল সাড়ে ১০টায় সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে পায়রা উড়িয়ে এ সমাবেশের উদ্বোধন করেন।
দীর্ঘ ১৫ বছর পর সিলেটে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপির সভাপতিত্বে এ অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান ও অধ্যাপক রফিকুর রহমান ।
এ সমাবেশ পরিচালনা করছেন দলের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
ইতোমধ্যেই সমাবেশে বক্তব্য রেখেছেনÑ বাংলাদেশ ছাত্র-লীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
অর্থমন্ত্রী আবুল-মাল আব্দুল মুহিত এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপিসহ দলীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য,উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ ডেলিগেট হিসেবে এ সমাবেশে উপস্থিত রয়েছেন।
তৃণমূল সমাবেশকে ঘিরে সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে। সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ এবং আশ-পাশের এলাকা বর্ণিলভাবে সাজানো হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের সাথে কেন্দ্রীয় নেতাদের সেতুবন্ধন গড়তে আওয়ামী লীগ বিভিন্ন বিভাগীয় শহরে তৃণমূল-সমাবেশ করছে।
সমাবেশ শুরুর আগে নেতৃবৃন্দসহ অতিথিরা হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। সেখানে ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে তারা সমাবেশে যোগ দেন।