সিলেটে আওয়ামী লীগের বিভাগীয় তৃণমূল সমাবেশের উদ্বোধন করলেন ওবায়দুল কাদের

সিলেটে আওয়ামী লীগের বিভাগীয় তৃণমূল সমাবেশের উদ্বোধন করলেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সিলেট বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সমাবেশ বুধবার শুরু হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার সকাল সাড়ে ১০টায় সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে পায়রা উড়িয়ে এ সমাবেশের উদ্বোধন করেন।
দীর্ঘ ১৫ বছর পর সিলেটে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপির সভাপতিত্বে এ অনষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান ও অধ্যাপক রফিকুর রহমান ।
এ সমাবেশ পরিচালনা করছেন দলের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
ইতোমধ্যেই সমাবেশে বক্তব্য রেখেছেনÑ বাংলাদেশ ছাত্র-লীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
অর্থমন্ত্রী আবুল-মাল আব্দুল মুহিত এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপিসহ দলীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য,উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ ডেলিগেট হিসেবে এ সমাবেশে উপস্থিত রয়েছেন।
তৃণমূল সমাবেশকে ঘিরে সিলেটে উৎসবের আমেজ বিরাজ করছে। সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ এবং আশ-পাশের এলাকা বর্ণিলভাবে সাজানো হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের সাথে কেন্দ্রীয় নেতাদের সেতুবন্ধন গড়তে আওয়ামী লীগ বিভিন্ন বিভাগীয় শহরে তৃণমূল-সমাবেশ করছে।
সমাবেশ শুরুর আগে নেতৃবৃন্দসহ অতিথিরা হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। সেখানে ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে তারা সমাবেশে যোগ দেন।

বাংলাদেশ