ঢাকা সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণের নির্বাচনে এখনই কোনো মেয়র প্রার্থীকে সমর্থন দেবে না আওয়ামী লীগ।
তবে মনোনয়ন প্রত্যাশীদের দর মধ্য থেকে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
শুক্রবার সন্ধ্যায় ধানমণ্ডিতে দলের সভাপতির কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের থানা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নেতাদের এক যৌথ সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে হানিফ এ কথা জানান।
এক প্রশ্নের উত্তরে হানিফ বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হয়নি। দুই প্রার্থী ছিল, তাদের একজন জয়ী হয়েছে আরেক জনের পরাজয় হয়েছে। চট্টগ্রাম ও কুমিল্লায় আওয়ামী লীগের প্রার্থীর বয়সের কারণে হয়তো তরুণ ভোটারদের আকৃষ্ট করতে পারেনি। তবে ওই নির্বাচনগুলোতে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমেনি। কারণ অনেক কমিশনার নির্বাচতি হয়েছে।’
ডিসিসি নির্বাচন নিয়ে বিএনপি নেতা মওদুদ যে সন্দেহ প্রকাশ করেছেন তা নাকচ করে দিয়ে হানিফ বলেন, ‘ষড়যন্ত্রের কোনো ঘটনা আমরা দেখছি না। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। মওদুদরাই অতীতে বিভিন্ন সময়ে ষড়যন্ত্র করে এসেছে। মওদুদদের ব্যাপারে এ জন্য সতর্ক থাকতে হবে।’
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সভায় মওদুদ বলেন, সরকার ডিসিসি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।