মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সম্মেলনে যোগ দিচ্ছেন। হোয়াইট হাউস মঙ্গলবার এ কথা জানায়। আগামী ২৫ মে ব্রাসেলসে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে জয়ের পর এ সম্মেলনে এটি হবে তার প্রথম অংশগ্রহণ।
হোয়াইট হাউস আরো জানায়, ‘ন্যাটোর প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত এবং এ জোটের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা বিশেষকরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে মিত্র দেশগুলোর দায়িত্ব ভাগাভাগি ও ন্যাটোর ভূমিকা নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট এর সদস্যভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে আগ্রহী।’
মঙ্গলবার জোটের এক ঘোষণায় বলা হয়, ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ নেতাদের সম্মেলনের প্রাক্কালে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন।
হোয়াইট হাউস জানায়, আগামী ১২ এপ্রিল স্টলটেনবার্গের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা রয়েছে। এতে জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় জোটের শক্তি কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে আলোচনা হবে