পুরান ঢাকায় কারখানা উচ্ছেদ অভিযানের নামে হয়রানি বন্ধে শিল্পমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন।
বুধবার শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎকালে তারা এ দাবি জানান।
এ সময় প্লাস্টিক অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালিত কেমিকেল ও দাহ্য পদার্থ বিরোধী অভিযানের ফলে প্লাস্টিক ব্যবসায়ী এবং শিল্প উদ্যোক্তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত প্লাস্টিক শিল্পনগরী প্রকল্প সমাপ্ত করে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের স্থানান্তরের সুযোগ করে দিতে শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এর আগ পর্যন্ত কোনো ধরনের হয়রানি ছাড়াই অনুমোদিত প্লাস্টিক পণ্যের কাঁচামাল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসা পরিচালনার সুযোগ চান।
এ সময় পণ্যে মোড়কীকরণ আইন বিষয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন ব্যবসায়ীরা। তারা বলেন, পশুর খাদ্য প্যাকেজিংয়ে পাটের ব্যাগ ব্যবহার হলে ফাঙ্গাসের কারণে গুণগতমান নষ্ট হয়ে যায়। এজন্য তারা এ জাতীয় পণ্যে পাটের পরিবর্তে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের সুযোগ চান। একই সঙ্গে তারা আন্তর্জাতিক মানের একটি যুগোপযোগী প্যাকেজিং আইন প্রণয়নের দাবি জানান।
বৈঠককালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মেয়র সাঈদ খোকনের সঙ্গে বিষয়টি নিয়ে ফোনে কথা বলেন এবং ব্যবসায়ীদের যৌক্তিক সমাধানের আশ্বাস দেন। এ লক্ষ্যে খুব শিগগিরিই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, শিল্প মন্ত্রণালয়, এফবিসিসিআই, প্লাস্টিক ও কেমিকেল শিল্প উদ্যোক্তাদের সমন্বয়ে একটি যৌথ বৈঠকের আয়োজন করা হবে বলে তিনি জানান।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরাগসহ সংগঠনের সাবেক সভাপতি ফেরদৌস ওয়াহেদ, সামিম আহমেদ, সহ-সভাপতি কাজী আনোয়ারুল হক, কে এম ইকবাল হোসেন, উপদেষ্টা মনজুর আহমেদ, পরিচালক তোফায়েল কবির খান ও সংগঠনের সদস্য জাকির হোসেন ও মাহবুবুর রহমান পারভেজ উপস্থিত ছিলেন।