প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং মুক্তিযুদ্ধের চেতনায় শিশুদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের একসাথে কাজ করতে হবে।
তিনি মঙ্গলবার বিকেলে জেলা শহরের পিটিআই মাঠে শিক্ষক, অভিভাবক ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব শেখ আতাহার হোসেন, খুলনা বিভাগীয় উপ-পরিচালক সালাম সিকদার, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, পিটিআইর সুপারিনটেনডেন্ট আবু তৌহিদ, এলজিইডি খুলনার নির্বাহী প্রকৌশলী শিক্ষা রতন কুমার দে, নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ শাহদাত হোসেন, বাগেরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো.হাসান শওকত, সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে বিজ্ঞান মেলার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং বাসাবাটি ও বাদেকাড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী।
মোস্তাফিজুর রহমান বলেন, উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার মান উন্নত করতে শিক্ষকদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
শিক্ষকরা যথাযথ দায়িত্ব পালন করলে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন সম্ভব বলে উল্লেখ করে তিনি বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষার গুরুত্ব অনুধাবন করেই প্রথমে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন।
তিনি বলেন, নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে প্রাইমারী স্কুলের সকল সমস্যা সমাধানে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে শিক্ষকদের আরও সৃজনশীল হতে হবে।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, কোমলমতি শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদেরকে সস্তানতুল্য মনে করে পাঠদান করতে হবে।