দ্বিতীয়বারের মতো ফেস্টিভ্যাল অব মিডিয়া এশিয়া প্যাসিফিকের চূড়ান্ত পর্বেও জুরি হিসেবে কাজ করবেন জিয়াউদ্দিন আদিল। গতবারও এই দায়িত্ব পাওয়া বাংলাদেশে মিডিয়া এজেন্সি টপ অব মাইন্ড-এর সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। প্রতিষ্ঠানটি বাংলাদেশে আন্তর্জাতিক ও দেশীয় গ্রাহকদের ওয়ান স্টপ সেবা দিয়ে থাকে।
ফেস্টিভ্যাল অব মিডিয়া অ্যাওয়ার্ডটি মূলত বিশ্বের বিভিন্ন ব্র্যান্ড, এজেন্সি, মিডিয়া এবং ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টদের সেরা মিডিয়া ক্যাম্পেইনের স্বীকৃতি দেয়। এটি বিশ্বজুড়ে বিভিন্ন স্থানে মিডিয়ার সেরা উদ্ভাবনীদেরও পুরস্কৃত করে থাকে।
বিচারক মনোনীত হওয়ায় এক প্রতিক্রিয়ায় জিয়াউদ্দিন আদিল বলেন, এটা আমার জন্য একটি গৌরবের বিষয়। বিশ্বের বিভিন্ন দেশের জুরিদের মাঝে নিজেকে দেখতে পেয়ে আমি গর্বিত।
‘বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা আমার ভবিষ্যত সহকর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার জন্যে আমি মুখিয়ে আছি। একজন জুরির দায়িত্ব কেবলমাত্র প্রতিভাবান ও যোগ্যদের খুঁজে বের করার মাঝেই সীমাবদ্ধ নয়, পাশাপাশি আগামীর সম্ভাবনাকে যথাযথ পরিচর্যার সঠিক দিকনির্দেশনার মাধ্যমে গড়ে তোলা,’ বলেন তিনি।