সেন্টমার্টিনে অবৈধ স্থাপনা : ৪ সচিবসহ ১১ জনের বিরুদ্ধে রুল

সেন্টমার্টিনে অবৈধ স্থাপনা : ৪ সচিবসহ ১১ জনের বিরুদ্ধে রুল

সেন্টমার্টিন দ্বীপে পরিবেশগত ছাড়পত্র ছাড়া কোনো স্থাপনা তৈরির ঘটনা এবং বিরল প্রজাতির কচ্ছপ এবং শামুক রক্ষা করার আদেশ সঠিকভাবে প্রতিপালন না করায় বন পরিবেশ ও বন মন্ত্রণালয়, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ ১১ জনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।

তাদের বিরুদ্ধে আদালত অবমানার দায়ে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে।

এ সংক্রান্ত এক আবেদন শুনানি করে হাইকোর্টের বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এই তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী সাঈদ আহমেদ কবীর।

আইন আদালত