বহুল আলোচিত বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাজারের নিয়ন্ত্রক সংস্থা এসইসি। তাদের ঘোষিত এ প্রণোদনা প্যাকেজে পুঁজিবাজারে একটি স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশ ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
বুধবার রাতে অর্থনীতিবিদ ও শেয়ারবাজার বিশেষজ্ঞ আবু আহমেদ বাংলানিউজকে বলেন, ‘প্যাকেজ প্রণোদনায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়বে। এতে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। আগামী দু’এক দিন বাজার পরিস্থিতি দেখে বলা যাবে।’
তিনি বলেন, ‘বাজার পরিস্থিতি ভালো করার জন্য ব্যাংক ও ইন্সুরেন্স কোম্পানিগুলোর এগিয়ে আসতে হবে।’
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রেসিডেন্ট শাকিল রিজভী বলেন, ‘প্রণোদনা প্যাকেজে কোম্পানির উদ্যোক্তা, পরিচালকসহ মার্চেন্ট ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যাপারে অনেকগুলো সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি, এতে করে বাজারে স্থিতিশীলতা আসবে।’
এছাড়া দীর্ঘমেয়াদি যেসব পরিকল্পনা নেওয়া হয়েছে তাতে বাজার আরও শক্তিশালী হবে বলেও তিনি মন্তব্য করেন।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ফখর উদ্দিন আলী আহমেদ বলেন, ‘এই প্যাকেজ অত্যন্ত ভালো হয়েছে। বাজার স্থিতিশীলতায় এমন একটি প্যাকেজের প্রয়োজন ছিল। অনেকগুলো সিদ্ধান্ত এসেছে। এর মধ্যে বিদেশি বিনিয়োগ, ইন্স্যুরেন্সের টাকা ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে কমিটি- সবগুলোই বাজারের জন্য ইতিবাচক।’
তবে সব ক্ষেত্রে তদারকি বাড়াতে হবে বলে তিনি মন্তব্য করেন।
ইকবাল নামে একজন সাধারণ বিনিয়োগকারী বলেন, ‘বাজার স্থিতিশীলতায় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তার দ্রুত বাস্তবায়ন দেখতে চাই আমরা। এসব বাস্তবায়ন হলে বাজার ভালো হবে।’