তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করার লক্ষে বরিশাল নগরীতে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তালুকদার মো. ইউনুস এমপি।
বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে মেলার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল শাখা সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসান।
এতে বিশেষ অতিথি ছিলেন, মহানগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, সনাকের সহ-সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন এবং সনাক বরিশালের সাবেক সভাপতি অধ্যাপক এম. মোয়াজ্জেম হোসেন।
উদ্বোধনী সভার আগে বেলুন-ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন অতিথিরা। অশ্বিনী কুমার হলের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। দুই দিনব্যাপী তথ্য মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সনাক বরিশালের সদস্য সাইফুর রহমান মিরন বলেন, দুইদিন ব্যাপী মেলায় সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, কৃষি বিভাগ, স্বাস্থ্য বিভাগ, পোস্ট অফিসসহ বিভিন্ন সরকারি-বেসরাকারি প্রতিষ্ঠান ও সংগঠনের ১৮টি স্টল স্থান পেয়েছে।
আগামীকাল মঙ্গলবার (২১ মার্চ) তথ্য মেলার সমাপনী দিনের অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন, বিভাগীয় কমিশনার মো. গাউস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মো. আক্তার হোসেন।