জাতীয় ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

জাতীয় ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন

শততম টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অভিনন্দন জানানো হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, বৈঠকের শুরুতে মন্ত্রিসভা কলোম্বোয় বাংলাদেশের শততম টেস্ট ম্যাচে জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ী হওয়ায় সর্বসম্মতিক্রমে অভিনন্দন প্রস্তাব গ্রহণ করেছে।

উল্লেখ্য, কলম্বোর পি সারা ওভালে ঐতিহাসিক ম্যাচটি শেষ দিনে রোববার ৪ উইকেটের জয় পায় মুশফিক বাহিনী।এর মাধ্যমে টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ পেয়েছে এক অনন্য মর্যাদা। কারণ শততম টেস্ট জয়ের কৃতিত্ব ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিরও নেই। এর আগে শততম টেস্টে জয় পেয়েছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

বাংলাদেশ শীর্ষ খবর