চট্টগ্রামের সীতাকুণ্ডে ছায়ানীড় বাড়িতে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত জঙ্গি দম্পতি কামাল হোসেন ও জুবাইদা ইয়াসমিনের মরদেহ পরিবারের সদস্যরা গ্রহণ করবে না। সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে থাকা মরদেহ সনাক্তের পর মুঠোফোনে নিহত জুবাইদার ভাই জিয়াবুল হক এ কথা জানান।
তিনি জাগো নিউজকে বলেন, বোন ও বোনের সন্তানের মরদেহ আমি সনাক্ত করেছি । তবে এই মরদেহ আমরা গ্রহণ করব না। বোন ও তার স্বামীর জঙ্গি কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় আমরা লজ্জিত।
জিয়াবুল হক বলেন, নিহত কামালের বাবা মোজাফফারও তার ছেলের মরদেহ গ্রহণ করবেন না বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, চট্টগ্রামের সীতাকুণ্ডে ছায়ানীড় বাড়িতে গত বৃহস্পতিবার সকালে পুলিশের সোয়াটের (স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস) অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে ও গুলিতে নিহত হয় পাঁচজন।তাদের মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারি এলাকার বাসিন্দা কামাল হোসেন ও তার স্ত্রী জুবাইদা ইয়াসমিনও ছিল। অভিযানে তাদের শিশুসন্তানও নিহত হয়।