মুন্সীগঞ্জ জেলার রঘুরামপুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শুক্রবার বেলা ৩টায় সদ্য আবিষ্কৃত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে আরো ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, স্থানীয় সাংসদ এম ইদ্রিস আলী, জেলা প্রশাসক আজিজুল আলম, প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক শফিকুল ইসলাম ও স্থানীয় আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান।
এ সময় অর্থমন্ত্রী বলেন, ‘বিক্রমপুর এবং মুন্সীগঞ্জ ঐতিহাসিকভাবেই গুরুত্বপূর্ণ। পাল রাজত্বকালে দেশে বৌদ্ধবিহার স্থাপিত হয়। সে হিসেবে এখানে একটি বৌদ্ধবিহার পাওয়া যেতে পারে। তবে সেজন্য এ অঞ্চলের সকলকে সহযোগিতা করতে হবে।’
এ ব্যাপারে প্রত্নতাত্ত্বিক গবেষণা বিভাগের প্রকল্প পরিচালক ড. সুফি মুস্তাফিজুর রহমান বলেন, ‘এটি এখন পর্যন্ত যতটুকু খনন করা হয়েছে তাতে মনে হচ্ছে, একটি বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া যেতে পারে।’
পরে মন্ত্রীসহ পরিদর্শনকারী দলটি মুন্সীগঞ্জের বজ্রযোগিনী যুব প্রশিক্ষণ কেন্দ্রে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন আয়োজিত প্রাচীন বৌদ্ধ সভ্যতার স্থাপনা এবং প্রত্নতত্ত্ব প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় সংগঠনটির সভাপতি নূহ-আলম লেলিন উপস্থিত ছিলেন।