ভূমিকম্পের ক্ষতি কমাতে রাজধানীসহ সারা দেশের প্রত্যেক এলাকায় খেলার মাঠ স্থাপনের দাবিতে পরিবেশবাদী সংগঠন গ্রিন মাইন্ড সোসাইটির উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় রাজধানীর হাজারীবাগ পার্কের সামনে ভূমিকম্প বিষয়ক জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে বলা হয়, ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। রিখটর স্কেলে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকার হাজার হাজার বহুতল ভবন ধ্বসে পড়ব। প্রাণহানি ঘটবে কয়েক লাখ মানুষের।
যেহেতু ভূমিকম্প কোনো পূর্বাভাস ছাড়াই সংগঠিত হয় এবং জানমালের ব্যাপক ক্ষতি সাধন করে তাই জান ও মালের ক্ষতি কমাতে ভূমিকম্পের আগে, ভূমিকম্পের সময় ও পরে করণীয় বিষয়ে আমাদের সকলের জানা থাকা দরকার। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের সময় খোলা জায়গা বা খোলা মাঠ সবচেয়ে নিরাপদ স্থান।
তাই ভূমিকম্পের ক্ষতি কমাতে রাজধানীসহ সারা দেশের প্রত্যেক এলাকায় খেলার মাঠ স্থাপন করা জরুরি।
গ্রিন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রিন মাইন্ড সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আজগর হোসেন, সমাজসেবক ওয়াদুদ ভূঁইয়া, স্কুলছাত্র মোঃ স্বাধীন এবং সংগঠনের সদস্য মোঃ ইমন প্রমুখ।
আমির হাসান বলেন, গত ১১ এপ্রিল ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজনকে বিল্ডিংয়ের নিচে অবস্থান করতে দেখা যায়। আসলে ভূমিকম্পের সময় খোলা মাঠ বা খোলা জায়গাই সবচেয়ে নিরাপদ। তাই প্রত্যেক এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ দরকার।
মোঃ ফারুক হোসেন বলেন, আগাম প্রস্তুতি এবং সচেতনতার কারণেই সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশ জাপানে ভূমিকম্পে জান ও মালের ক্ষতির পরিমাণ অনেক কম হয়।
মোঃ আজগর হোসেন বলেন, ‘আমাদের দেশে কোনো ঘটনা ঘটে যাওয়ার পরেই হুলস্থূল লক্ষ্য করা যায়। কিন্তু ঘটনার আগে সবার করণীয় কি, এমন প্রচারণা খুব কমই দেখা যায়। তাই ভূমিকম্পের ক্ষতি কমাতে ব্যাপক প্রচারণার কোনো বিকল্প নাই।
বক্তারা সরকারি-বেসরকারি সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন ও মিডিয়াগুলোর কাছে ভূমিকম্প বিষয়ক জনসচেতনতামূলক প্রচারণার ওপর গুরুত্ব দেওয়ার দাবি করেন।