সিউল বলছে, উত্তর কোরিয়ার সর্বশেষ রকেট ইঞ্জিন পরীক্ষা ক্ষেপণাস্ত্র সক্ষমতায় দেশটির ‘অর্থবহ অগ্রগতি’কেই তুলে ধরছে। এদিকে পরমাণু অস্ত্রধর উত্তরকোরিয়া তাদের বিতর্কিত অস্ত্র তৈরী কর্মসূচি আরো জোরদার করেছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রোববার জানায়, দেশটির নেতা কিম জং-উন শক্তিশালী নতুন রকেট ইঞ্জিনের সফল পরীক্ষা পর্যবেক্ষণ করেন। যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এশিয়া সফর করার সময় এ পরীক্ষা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।
পিয়ংইয়ংয়ের একের পর এক পরমাণু অস্ত্র পরীক্ষার এটি ছিল সর্বশেষ পদক্ষেপ। উল্লেখ্য, সাম্প্রতিককালে উত্তর কোরিয়া তাদের পূর্বাঞ্চলীয় কেন্দ্র থেকে চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এটিকে জাপানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার অনুশীলন হিসেবে অভিহিত করা হয়।
সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সোমবার সাংবাদিকদের বলেন, ‘উত্তর কোরিয়ার সর্বশেষ রকেট ইঞ্জিনের পরীক্ষা চালানোর ধরণ দেখে মনে হচ্ছে এক্ষেত্রে তারা অনেক এগিয়ে গেছে।’